দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ এর যাত্রা শুরু

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 842 ভিউজ

বিশ্বে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। যা দেখতে অনেকটাই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মত। এতে রয়েছে ফেসবুকের মতোই বিভিন্ন ফিচার। বাড়তি হিসেবে থাকছে টিভি দেখার অপশন। ফেসবুক ব্যবহারকারীর বন্ধু সংখ্যা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ থাকলেও হার্টসবুক ব্যবহারকারীর তালিকায় থাকছে ১০ হাজার পর্যন্ত বন্ধু রাখার সুযোগ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গত ১৫ সেপ্টেম্বর কেক কেটে হার্টসবুকের উদ্বোধন ঘোষণা করা হয়।

বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ‘হার্টসবুক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল। হার্টসবুক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে থাকছে লাইক, কমেন্ট ও শেয়ার করার মাধ্যম। হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে ম্যাসেঞ্জার, ছবি, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। এছাড়া প্রচুরসংখ্যক স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে। ফলে খুব তাড়াতাড়ি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, মালয়েশিয়া ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বে হার্টসবুকের ব্যবহারকারী বৃদ্ধি পাবে।

হার্টসবুকের সিইও এর মতে, হার্টসবুক শতভাগ নিরাপদ। নেই কোনো রকমের তথ্য চুরির সম্ভাবনা। বাংলাদেশে চালু হলেও ধীরে ধীরে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হার্টসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকারসহ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকা, মালয়েশিয়া, হংকং, ইউক্রেন, তাইওয়ান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, সোমালিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের হার্টসবুকের প্রতিনিধিরা।

বিদ্রঃ যেকোনো স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ‘হার্টসবুক’ লিখে সার্চ দিলে খুব সহজেই পাওয়া যাবে হার্টসবুক অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে সাইনআপ করলেই ব্যবহার করা যাবে হার্টসবুক। এছাড়া ডেস্কটপ ব্যবহারকারীরাও ইন্টারনেট সংযোগের মাধ্যমে হার্টসবুক ব্যবহার করতে পারবেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন