হাতের স্মার্টফোনটিকে টেলিভিশনের রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করুন

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 403 ভিউজ

আপনি খুব সহজেই আপনার ব্যবহৃত হাতের স্মার্টফোনটিকে স্মার্ট টেলিভিশনের রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য অবশ্যই আপনার ব্যবহৃত স্মার্ট টিভিতে ওয়ারলেস কানেক্টিভিটি থাকতে হবে এবং স্মার্টফোনটিকে অবশ্যই এ্যান্ড্রয়েড ৪.৪ সম্পন্ন হতে হবে। এছাড়া স্মার্ট টিভি এবং স্মার্ট ফোন দুটিতেই থাকতে হবে একই ওয়াই-ফাই নেটওয়ার্ক। ভিন্ন ওয়াই-ফাই নেটওয়ার্ক থাকলে কানেক্টিভিটিতে সমস্যা হতে পারে। এছাড়া, খেয়াল রাখতে হবে যে, স্মার্ট টিভিটি যেন এপিকে ফাইল সাপোর্ট করে।

ওয়াই-ফাই নেটওয়ার্ক সংযোগ করার পর প্রথমে স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে CetusPlay অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি সম্পুর্ণ ভাবে ইনস্টল হয়ে গেলে নিচের ধাপ অনুস্মরণ করতে হবেঃ

১) সম্পুর্ণ ভাবে ইনস্টল করার পর আপনার স্মার্টফোনে অ্যাপটিকে ওপেন করুন। কিছুক্ষণের মধ্যেই টিভির ডিভাইসটি আপনার স্মার্টফোনে দেখতে পাবেন।

২) স্মার্টফোনে অ্যাপটি ওপেন হবার পর সমস্ত নোটিফিকেশন অ্যাক্সেপ্ট করে দিন। এরপর, কানেক্ট হবার জন্য অপেক্ষা করুন।

৩) কানেক্ট হবার পর রিমোট টাইপ অপশনটি সিলেক্ট করে নিন।

৪) স্কিন ক্যপচারের মাধ্যমে টিভি স্ক্রিনসট তুলতে সাহায্য করবে।

৫) CetusPlay অ্যাপটি শুধুমাত্র টিভি রিমোট হিসেবেই নয় ব্যবহার করা যাবে আরও অন্যান্য কাজেও।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন