সিনেমা হলেও দেখা যাবে অ্যাপল প্লাসের কনটেন্ট

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 354 ভিউজ

নিজেদের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসে প্রচারের আগে কয়েকটি সিনেমা রূপালি পর্দায়ও দেখাবে অ্যাপল। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। অ্যাপল টিভি প্লাসের জন্য বেশ কয়েকটি সিনামে অ্যাপল নিজেই প্রযোজনা করেছে। এগুলো থেকেই বেছে বেছে কয়েকটি দেখানো হবে সিনেমা হলে। এর মধ্যে একটি সিনেমার নাম ‘দ্য ব্যাঙ্কার’। এতে অভিনয় করেছেন স্যামুয়েল এল. জ্যাকসন ও অ্যান্টনি ম্যাকি।

অন্য আরেকটি সিনেমার নাম ‘হালা’। সিনেমাটিতে কিশোরী মুসলিম মেয়ের কাহিনী দেখানো হয়েছে, যে তার বাড়ির পরিবেশের কারণে স্কুল এসে নিজেকে খাপ খাওয়াতে পারে না। এ নিয়ে প্রতিনিয়ত তাকে সংগ্রাম করতে দেখা যাবে সিনেমাটিতে। অ্যামাজনও নিজেদের প্রযোজিত কিছু সিনেমা, হলে মুক্তি দিয়ে থাকে। পরে সিনেমাগুলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখানো হয়। আরেক স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও একই পথে হাঁটছে। শীঘ্রই ১০টি সিনেমা হলে মুক্তি দেবে তারা। অ্যাপলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাস চালু হবে ১ নভেম্বর। সাবস্ক্রিপশনভিত্তিক সেবাটি পেতে প্রতিমাসে ৫ ডলার খরচ করতে হবে গ্রাহকদের।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন