এয়ারটাইম অ্যাপে গ্রুপ চ্যাটে সিনেমা দেখা যাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 420 ভিউজ

বর্তমান পরিস্থিতিতে বন্ধুদের সঙ্গে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার সুযোগ নেই। তবে ‘এয়ারটাইম’ অ্যাপ ব্যবহার করে গ্রুপে সিনেমাসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

অ্যানড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যাপটিতে সিনেমা দেখা, গান শোনা, ছবি শেয়ার করার পাশাপাশি ভিডিও চ্যাট করার সুযোগ আছে। এমনকি অনুষ্ঠান বা সিনেমা দেখার সময় জিআইএফ, ইমোজি, স্টিকার ও সাউন্ড ব্যবহার করে প্রতিক্রিয়া জানানো যাবে।

সেবাটি পেতে এয়ারটাইম অ্যাপটি ইনস্টল করে অ্যাকাউন্ট খুলতে হবে। গ্রুপে কোনো অনুষ্ঠান দেখতে চাইল মূল পাতায় Create Room অপশনে ক্লিক করতে হবে। বন্ধুদের যুক্ত করতে তাদেরকে ইনভাইটেশন পাঠিয়ে Next এ ক্লিক করতে হবে। সিনেমা বা অনুষ্ঠান বাছাই করতে স্ক্রিনের নিচের দিকে থাকা পপকর্ন আইকনে ক্লিক করতে হবে।

পাঁচজনের অধিক ব্যক্তি একসঙ্গে গ্রুপে যুক্ত হলে সমস্যা দেখা দিতে পারে। চাইলে আপনার গ্রুপটি সিক্রেটও রাখতে পারবেন। এতে আপনার অনুমতি ছাড়া কেউ যুক্ত হতে পারবে না।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন