‘নিঃসঙ্গ’ কুকুরের একাকিত্ব দূর করার জন্য গান

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 333 ভিউজ

মালিক বাড়ি থেকে চলে যাওয়ার পর ‘নিঃসঙ্গ’ কুকুরের একাকিত্ব দূর করার জন্য একটি প্লেলিস্ট এবং পডকাস্ট (অডিও ফাইল) তৈরি করেছে সুইডেনভিত্তিক অনলাইন মিউজিক স্ট্রিমিং সেবা স্পটিফাই।

রয়টার্স জানিয়েছে, কোম্পানিটি জরিপ করে দেখেছে যুক্তরাজ্যের ৭৪ শতাংশ বাড়িওয়ালা তাদের পোষা প্রাণী বিশেষ কুকুরকে গান শোনায়।স্পটিফাই বলছে, কুকুরের কাছে ভালো লাগে এমন সব ‘প্রশান্তি জাগানিয়া’ গানের কালেকশন প্লেলিস্টে রাখা হয়েছে।

বিশেষ এক ধরনের অ্যালগরিদমের মাধ্যমে এই অ্যাপটি কুকুরের চরিত্র বুঝে গান শোনাবে। ‘এনার্জিটিক কিংবা স্লো’ স্বভাবের কুকুরদের আলাদা-আলাদা গান শোনানোর ব্যবস্থা রাখা হয়েছে।

স্পটিফাইয়ের জরিপ বলছে, বাড়ির বাইরে গেলে প্রতি চারজন পশুমালিকের কমপক্ষে একজন কুকুরের জন্য গান শোনার ব্যবস্থা করে যান। ৪২ শতাংশ মালিক বলছেন, তাদের কুকুর এই গান শুনতে পছন্দও করে।জরিপে অংশ নেওয়া এক চতুর্থাংশ মালিক দেখেছেন গান ছেড়ে দিলে তাদের কুকুর নাচানাচি করে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন