বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ তৈরি ও উৎক্ষেপণে রাশিয়ার আগ্রহ

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 263 ভিউজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ এর কারিগরি ও আর্থিক সম্ভাব্যতা যাচাই, নির্মাণ ও উৎক্ষেপণে যুক্ত হতে চায় রাশিয়া ।

মঙ্গলবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগনাতভ।

বৈঠকে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমসের পাঁচ সিনিয়র কর্মকর্তা ভিতালি সাফোনভ , সার্জে বারাইকিন, আলেকজেন্ডার কাসনিন, কিরিল প্লতনিকভ অংশ নিয়েছেন।

রাশিয়ার এই প্রতিনিধি দল বঙ্গবন্ধু স্যাটেলাইট ছাড়াও টেলিটক ও বাংলাদেশের টেলিযোগাযোগের অন্যান্য খাতে বিনিয়োগসহ নানাভাবে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে।

রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতার সুযোগ রয়েছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির ফলে বাংলাদেশে বিনিয়োগ অত্যন্ত লাভজনক।

সরকারের বিনিয়োগবান্ধব এই নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহবান জানান মন্ত্রী ।

বৈঠকৈ রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের টেলিকম প্রযুক্তিসহ উন্নয়নের প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন । বাংলাদেশের অগ্রগতিতে টেলিযোগাযোগ বা ডিজিটাল প্রযুক্তিখাতে বিনিয়োগ অত্যন্ত সম্ভাবনাময় বলে উল্লেখ করে নিজেদের বিনিয়োগের আগ্রহের কথা জানান তিনি।

বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান মো: জহুরুল হক, বিসিএসসিএলের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিটিসিএলের এমডি মো: আজিজুল ইসলাম, টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: মহিবুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ উৎক্ষেপণে কাজ শুরু করেছে সরকার।

প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি এবং স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ তে কী কী থাকা উচিত এবং বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর লাইফ টাইম মাথায় রেখে স্বল্প মেয়াদি, মধ্য মেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ঠিক করতে কাজও শুরু হয়েছে।

এতে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ যথাসম্ভব ত্রুটিমুক্ত, প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ এবং চাহিদা মেটানোর উপযোগী করতে বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণ করতে  বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) কে নির্দেশনাও দিয়েছেন মোস্তাফা জব্বার।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন