রয়েল এনফিল্ড নতুন মোটরসাইকেল আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
1 মন্তব্য 1005 ভিউজ

নভেম্বরে বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মোটরসাইকেল। মডেল রয়েল এনফিল্ড মিটিয়র ৩৫০। ৬ নভেম্বর এই বাইক লঞ্চ করবে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠানটি। থান্ডারবার্ড লাইন-আপের জায়গাতেই আসছে ৩৫০ সিসির এই বাইকটি। পাওয়া যাবে তিন রকমের— ফায়ারবল, স্টেলার এবং সুপারনোভা।

রয়েল এনফিল্ডের ‘জে প্লাটফর্ম’ থেকে তৈরি এটাই প্রথম বাইক। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে এই বাইকের দাম হতে পারে ১ লাখ ৭০ হাজার রুপি থেকে ১ লাখ ৯০ হাজার রুপির মধ্যে।

রয়েল এনফিল্ডের এই নতুন বাইক হন্ডার জাওয়া পেরাকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে।

কেমন হবে এই বাইক? এর ফিচার্স সম্পর্কে যেটুকু জানা গিয়েছে তাতে, ফ্রেম থেকে ইঞ্জিন সবেতেই থাকছে নতুনত্ব। থাকবে ডাবল-ক্র্যাডল চেসিস। এয়ার কুলড ইউসিই ৩৫০সিসি ইঞ্জিন। একই সঙ্গে ইঞ্জিনে সিক্স স্পিড গিয়ারবক্স থাকতে পারে। নতুনত্ব মিলবে হেডলাইট, টেললাইট থেকে রিয়ার ফেন্ডার সর্বত্রই।

1 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

1 মন্তব্য

শেখ সাকিব January 22, 2022 - 6:09 pm

আমি মুজিবনগর উপজেলা মেহেরপুর জেলা তে ডিলার সিপ নিতে চাই

উত্তর

মতামত দিন