লাইন নতুন আইফোন কিনতে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 696 ভিউজ

শুক্রবার থেকে চীনে অ্যাপলের নতুন দুই আইফোন ১২ মডেলের বিক্রি শুরু হয়। প্রি-অর্ডারেই প্রত্যাশাতীত ফলাফলের মতোই দোকানেও আগ্রহীদের ক্রেতাদের কমতি ছিলো না।

অধিকাংশ অর্ডার অনলাইনে হলেও দেশটির ব্যবসায়িক কেন্দ্র সাংহাইতে অ্যাপল স্টোরের বাইরে লাইন লেগে যায়। ইয়ান বিংগিং নামের ৩০ বছর বয়সী ক্রেতা বলেন, আমি দোকান খোলার আগেই এখানে এসে দাঁড়িয়ে ছিলাম। প্রায় ২০ জনের লাইন ছিলো। আমাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। তবে প্রথম ক্রেতা হিসেবে নতুন আইফোন কিনতে পেরেছি এটাই আনন্দের।

অ্যাপলের দ্বিতীয় বৃহত্তম বাজার হলো আইফোন। তাই ফাইভজি ভিত্তিক ফোন উন্মোচনের পর সেখানে সাড়া ফেলবে না এমনটা হতে পারে না। চীনের অ্যাপ উইবোতে বর্তমানে ট্রেন্ডিং টপিকে রয়েছে আইফোন ১২। সেখানে অধিকাংশই পজেটিভ রিভিউ আসছে। যদিও গত সপ্তাহে যখন ফোনের ঘোষণা দেয় তখন মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিলো।

চীনের ই-কমার্স রিটেইলার জেডি ডটকম প্রি-অর্ডারে আইফোন ১২ এর চারটির মডেলের ১৬ লাখ অর্ডার পেয়েছে প্রথমদিনেই!

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন