অস্ট্রেলিয়ায় জন্ম নিয়েছে বিরল প্রজাতির বানর

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 506 ভিউজ

অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানায় বিশ্বের অন্যতম বিরল প্রজাতির একটি বানর জন্মগ্রহণ করেছে।

সাধারণত এই প্রজাতির বানরগুলো দেখতে কালো হয়ে থাকে। তবে জন্মের সময় এগুলোর মুখমণ্ডল কমলা বর্ণের থাকে। অস্ট্রেলিয়ার সিডনিতে গত সপ্তাহে তারঙ্গা চিড়িয়াখানায় এই বানরটির জন্ম হয়। এই বানরটির এখনো কোনো নাম দেয়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বিরল এই প্রজাতির বানরটি শুধুমাত্র চায়না ও ভিয়েতনামের কিছু জায়গায় দেখা যায়। অত্যন্ত বিরল প্রজাতির হওয়ায় শিকারিদের আক্রমণে এই জাতটি এখন ধ্বংসের মুখে।

চিড়িয়াখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই জাতের বানরগুলোকে জঙ্গলে দেখা খুব কঠিন ব্যাপার। তার থেকেও কঠিন এদের বাচ্চা দেখা।

চিড়িয়াখানার দেওয়া তথ্য মতে পৃথিবীতে এই জাতের মাত্র ৩ হাজার বানর রয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন