অডিবল শিশুদের ফ্রিতে গল্প শোনাবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 502 ভিউজ

শিশু কিশোরদের জন্য ফ্রি সেবা চালু করতে যাচ্ছে অ্যামাজন মালিকানাধীন ডিজিটাল অডিওবুক সরবরাহকারী কোম্পানি অডিবল। করোনা ভাইরাসের কারণে ঘরে থাকা অবস্থায় শিশুরা যেন অডিবল স্টোরিজ শুনে সময় কাটাতে পারে সেজন্য অডিবল এ উদ্যোগ নিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, স্কুল বন্ধ থাকাকালীন ফ্রি সেবা দেবে তারা। শিশু কিশোররা গল্পের বিশাল ভাণ্ডারে প্রবেশ করতে পারবে এতে। এর মধ্যে ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, জার্মান ও জাপানিজ ভাষার গল্প থাকবে।

অডিবল স্টোরিজ সেবা ডেক্সটপ ও মোবাইল অ্যাপ ব্যবহার করে নেওয়া যাবে। শেক্সপিয়রের হ্যামলেট, মেরি শেলির ফ্রাঙ্কস্টাইন ও জ্যাক লন্ডনের হোয়াইট ফ্যাঙ্গসহ কয়েকশ অডিও বই পাওয়া যাবে এই সেবার আওতায়। এর পাশাপাশি শিশুতোষ গল্পের বই ও পাঠ্য বই থাকবে। শিশুদের বিনোদন, শিক্ষা ও সাধারণ জ্ঞান বিষয়ক জ্ঞান দিতে প্রতিটি বই এডিটররা নির্বাচন করেছেন বলে জানিয়েছে অডিবল।

অনেক মানুষ করোনা ভাইরাসের কারণে বাসা থেকে কাজ করছেন। পাশাপাশি শিশুদেরও সময় দিতে হচ্ছে তাদের। তাই শিশুদের ব্যস্ত রাখতে তাদের সেবা কাজে দেবে বলে আশা করছে অডিবল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন