রোবটের জন্য মানব চেহারার খোঁজ!

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 292 ভিউজ

রোবট উৎপাদনের জন্য বাস্তব মানুষের চেহারা খুঁজছে একটি রোবটিকস প্রতিষ্ঠান। বাছাই করে সফল আবেদনকারীদের চেহারা ব্যবহারের জন্য এক লাখ পাউন্ড মূল্যও দেবে নাম গোপন রাখা ওই প্রতিষ্ঠানটি। ‘দয়ালু’ এবং ‘বন্ধুসুলভ’ চেহারার খোঁজে জিওমিকডটকম এর সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটি।

এই রোবটগুলো প্রবীণদের ‘ভার্চুয়াল বন্ধু’ হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর। জিওমিকের এক মুখপাত্র বলেন, এখনও প্রকল্পটির বিস্তারিত জানানোর অনুমতি আমাদের নেই। তবে আশা করছি জনগণের আবেদন থেকে আমরা সঠিক চেহারা খুঁজে পাবো। এমন সুযোগ জীবনে একবারই আসে উল্লেখ করে ওই ব্যক্তি বলেন, আশা করছি আমরা তাকে খুঁজে পাবো। সামনের বছর থেকে রোবোটগুলোর উৎপাদন শুরু হবে এবং গ্রাহক এটি হাতে পাবেন বলে জিওমিক সাইটে উল্লেখ করা হয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন