পুরনো সাদাকালো ছবি রঙিন হবে গুগল ফটোজে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 618 ভিউজ

বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো সাদাকালো ছবি রঙিন করে সংরক্ষণের সুযোগ দেবে গুগল ফটোজ। এ জন্য অ্যাপের নতুন আপডেটে ‘কালারাইজ মোড’  ফিচারের বেটা সংস্করণ চালু করেছে ছবি বিনিময় ও অনলাইন স্টোরেজ সেবাটি। ফিচারটি মূলত স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীদের ব্যক্তিগত আর্কাইভে থাকা পুরনো ছবিগুলোকে রঙিন করে তুলবে।

এত দিন বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে তোলা পুরনো ছবি বা ভিডিওগুলো বছর পেরোলেই ব্যবহারকারীদের সামনে উপস্থাপন করত গুগল ফটোজ। শুধু তা-ই নয়, পুরনো দিনের স্মৃতি রোমন্থনের সুযোগ দিতে ছবি বা ভিডিওগুলো পোস্টের বর্ষপূতিতে সেগুলো দেখার আমন্ত্রণ বার্তা পাঠিয়ে থাকে। তাই দেরি না করে আপনার পুরনো দিনের ছবি গুলো বের করে রঙিন করে নিন আর শেয়ার করে দিন সবার মাঝে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন