Screen Record করুন কোনো সফটওয়্যার ছাড়াই

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 308 ভিউজ

Windows 10 বর্তমানে নতুন সব আপডেট এ অনেক কিছুই নিয়ে আসছে। তবে যারা গেইম খেলেন বা চাচ্ছেন আপনার ভিডিও গেইম আপনি Screen Record করবেন। তার জন্য নতুন সব Screen Record খুজছেন। এখন সরাসরি রেকর্ড করে নিন কোন কিছু ছাড়াই।

১। প্রথমে আপনার গেইম এ ঢুকুন ।
২। এর পর কীবোর্ড এর Windows key+ W key এক সাথে প্রেস করুন ।
নিচের মত আসবে ।

game bar windows 10 screen record
এখান থেকে আপনি ডট এ ক্লিক করলে রেকর্ড হবে।
আপনি যদি গেইম ছাড়াও অন্য কিছু রেকর্ড করতে চান তাহলে সেই এপ্লিকেশন ওপেন করে Win+W key প্রেস করুন কাজ হয়ে যাবে।
বিদ্রঃ এই ফিচার টি শুধু মাত্র Windows 10 -এ পাওয়া যাবে।
0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন