এআরএম-ভিত্তিক ম্যাক উইন্ডোজ সমর্থন করবে না

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 411 ভিউজ

চলতি বছরের শেষ নাগাদ নতুন ম্যাক মডেলে ইনটেলের বদলে নিজস্ব নকশার এআরএম-ভিত্তিক প্রসেসর ব্যবহার করবে অ্যাপল। এই ডিভাইসগুলোতে বুট ক্যাম্প মোডে উইন্ডোজ চালাতে পারবেন না গ্রাহক। বুট ক্যাম্পের মাধ্যমে ইনটেল প্রসেসরভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন গ্রাহক। ফলে ডিভাইস চালু করার সময় নিজের পছন্দ মতো ম্যাক বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন তারা।

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, এআরএম প্রসেসরে উইন্ডোজ ১০-এর লাইসেন্স শুধু পিসি নির্মাতাদেরকে দেয় মাইক্রোসফট, যা পিসির নতুন হার্ডওয়্যারে প্রিইনস্টলড হিসেবে বাজারে আসে। আপাতত এআরএম-ভিত্তিক ম্যাক ডিভাইসে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টলের কোনো ব্যবস্থা না থাকলেও, সম্ভবত অন্য উপায় বের করতে কাজ করছে অ্যাপল এবং মাইক্রোসফট। এক্ষেত্রে এআরএম লাইসেন্সিং আরও বিস্তৃত করতে হবে মাইক্রোসফটকে।

বর্তমানে শুধু ‘অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার’(ওইএম) প্রতিষ্ঠানগুলোকে এআরএম প্রসেসরে উইন্ডোজ ১০ ব‍্যবহারের লাইসেন্স দেয় মাইক্রোসফট। চলতি সপ্তাহেই ডব্লিউডব্লিউডিসি২০ ডেভেলপার সম্মেলনে অ্যাপল ঘোষণা করেছে যে, অ্যাডভান্সড আরআইএসসি মেশিনস (এআরএম) চিপের জন্য ইনটেলের x৮৬ আর্কিটেকচার ছাড়ছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের শেষে এআরএমভিত্তিক প্রথম ম্যাক মডেল বাজারে আনার পরিকল্পনা রয়েছে অ্যাপলের। দুই বছরের মধ্যে পুরোপুরি এআরএম প্রসেসরের ওপর নির্ভরশীল হবে ম্যাক ডিভাইস।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন