রিয়েলমি এক্স ৩ সুপারজুম স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেটসহ আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 345 ভিউজ

শীঘ্রই বাজারে আসছে রিয়েলমি এক্স ৩ সুপারজুম। সম্প্রতি একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে এই ফোন দেখা গিয়েছে। সেখান থেকেই নতুন ফোনের বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে। রি ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট। সঙ্গে থাকবে ব্লুটুথ৫.১ কানেক্টিভিটি।

এছাড়াও সম্প্রতি সুধাংশু আমভোরে রিয়েলমি এক্স ৩ সুপারজুম এর একাধিক স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছেন। লঞ্চের আগেই বিভিন্ন স্মার্টফোনের স্পেসিফিকেশন নির্ভুলভাবে জানিয়ে দেন এই ব্যক্তি। সুধাংশু জানিয়েছেন রিয়েলমি এক্স ৩ সুপারজুম এ ৪,২০০এমএএইচ ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে ৩০W ফাস্ট চার্জিং। তিনি আরও বলেন এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট থাকবে। ২০ হাজার টাকার আশেপাশে এই ফোনে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করবে রিয়েলমি।

এছাড়াও সম্প্রতি চিনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইট থেকে জানা গিয়েছিল রিয়েলমি এক্স ৩ সুপারজুম
এর পিছনে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। নতুন ফোনে ৬.৫৭ ইঞ্চি এফএইচডি + অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে চিনের সংস্থাটি। থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।লঞ্চের সময় এই ফোনে চলবে অ্যান্ড্রয়েড ১০।

এই ফোনে বিশেষ টেলিফটো ক্যামেরা থাকতে পারে। থাকতে পারে একটি পেরিস্কোপ ডিজাইন ক্যামেরা। যদিও নতুন ফোন সম্পর্কে এখনও কোন মন্তব্য করেনি রিয়েলমি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন