স্যামসাংয়ের ফোনে ডিএসএলআর ক্যামেরা

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 339 ভিউজ

ফ্লাগশিপ ফোন গ্যালাক্সি এস ২০ আলট্রা ফাইভজি নতুন রঙে এলো। এর ক্যামেরা মডিউল বর্গাকার। এই ফোন ডিএসএলআর ক্যামেরাও হার মানাবে। রেগুলার গ্যালাক্সি এস ২০ এর পর বাজারে এলো ক্লাউড হোয়াই পেইন্টে। লিমিটেড ভার্সনের এই ফোন সুইজারল্যান্ড এবং দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে।

এ বছরের ৬ মার্চ সর্বপ্রথম বাজারে আসে গ্যালাক্সি এস ২০ মডেলটি। ফোনটিতে ৬.২ ইঞ্চির ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। এটি অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত।

ফোনটিতে এক্সিনোস ৯৯০ চিপসেট ব্যবহৃত হয়েছে। এর পেছনে আছে রয়েছে চার ক্যামেরা। সামনে আছে দুই ক্যামেরা। পেছনের একটি ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল পাওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন