জ্যাক মা আলিবাবার ১.৬ শতাংশ শেয়ার বিক্রি করলেন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 410 ভিউজ

চীনভিত্তিক আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা জ্যাক মা প্রতিষ্ঠানটির ১ দশমিক ৬ শতাংশ শেয়ার বিক্রি করেছেন, যার বাজার দর ৯৬০ কোটি ডলার।

আলিবাবার ১ দশমিক ৬ শতাংশ শেয়ার বিক্রির পরও জ্যাক মার হাতে রয়েছে প্রতিষ্ঠানটির ৪ দশমিক ৮ শতাংশ শেয়ার। সম্প্রতি প্রকাশিত আলিবাবার এক বার্ষিক নথিতে এমন তথ্য প্রকাশ পেয়েছে। এক বছর আগেও আলিবাবার ৬ দশমিক ৮ শতাংশ শেয়ার ছিল জ্যাক মার হাতে।

আলিবাবার নির্বাহী চেয়ারম্যানের পদ থেকে গত বছরের সেপ্টেম্বরে সরে দাঁড়িয়েছিলেন জ্যাক মা। নিজ হাতে গড়া প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ানোর পর জনসেবামূলক কাজে মনোযোগ দিয়েছেন তিনি। সম্প্রতি শেয়ার বিক্রির গড় মূল্য জানা যায়নি।

কভিড-১৯ মহামারীর কারণে সব ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও আলিবাবার পাশাপাশি প্রযুক্তিগত সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর ব্যবসায় খুব একটা প্রভাব ফেলতে পারেনি নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট কভিড-১৯ মহামারী। কারণ করোনার বিস্তার ঠেকাতে লকডাউনের কারণে অনলাইনে মানুষের কেনাকাটার প্রবণতা বেড়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন