রবি ৫ কোটি গ্রাহকের মাইলফলকে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 472 ভিউজ

যাত্রা শুরুর ২৫তম বছরে ৫ কোটি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে মোবাইল অপারেটর রবি। এই মাইলফলক উদযাপনে যে কোনো জনপ্রিয় প্যাকেজ কিনলে গ্রাহকদের ৫ কোটি এমবি ইন্টারনেট সেবা ফ্রি দেয়া হবে। একই সঙ্গে দেশের ৫০টি জেলার এতিমখানাতে ভোজ সভা করবে।

বৃহস্পতিবার ‘নতুন আশা’ শীর্ষক ভার্চুুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন অপারেটরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহতাব উদ্দিন আহমেদ।

তিনি জানিয়েছেন, আপন শক্তিতে জ্বলে ওঠার পর নতুন প্রত্যাশা পূরণে নয়া তহবিল গঠন করছে প্রতিষ্ঠানটি। নতুন অভিজ্ঞতার সঙ্গে গ্রাহকদের পরিচিত করতে রবি নতুন নতুন সেবা আনছে আর সেগুলো উপভোগ করতে দেশে থ্রিজি ফোনের চেয়ে ফোরজি ফোন তৈরিতে দেশের ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসি চেয়ারম্যান মোঃ জহুরুল হক সংযুক্ত ছিলেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন