শাওমি ৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের টিভি আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 284 ভিউজ

৮২ ইঞ্চির ৮কে রেজুলেশনের বড় পর্দার টিভি আনছে শাওমি। উইবো ব্লগারের রিপোর্ট অনুযায়ী, শাওমি দুটি নতুন টিভির ওপর কাজ করছে, যাতে ৮২ ইঞ্চির এলজিডি স্ক্রিন রয়েছে। এই দুটি টিভির মডেল নম্বর এল৮২এম৬-৮কে এবং এল৮২এম৬-৪কে। এর শাওমি সংস্থাটি ৮কে ও ৪কে রেজুলেশনের দুটি টিভি আনতে পারে। বর্তমানে, শাওমির টিভিগুলিতে ৪কে (৩৮৪০×২১৬০ পিক্সেল) রেজুলেশন সাপোর্ট দেয়।

বর্তমান সময়ে, ৫জি নেটওয়ার্ক এবং ৮কে রেজুলেশন কনফিগারেশনযুক্ত রঙিন টিভিগুলো বেশ প্রশংসিত। ইতিমধ্যে স্যামসাং, এলজি, হেয়ারের মত বড় ব্র্যান্ডগুলি বাজারে ৮কে টিভি নিয়ে এসেছে। তাই বাজারে নিজের জনপ্রিয়তা ধরে রাখতে শাওমি-ও একই পথে হাঁটছে।

শাওমির টিভি ব্যবসার কথা বললে, চলতি বছরের জুলাইয়ে সংস্থাটি চীনে টিভি শিপমেন্টের ক্ষেত্রে প্রথম স্থান দখল করেছে। এই নিয়ে টানা ছয়টি কোয়ার্টারে দেশীয় বাজারে টিভি শিপমেন্টে প্রথম স্থান অর্জন করেছে শাওমি। শুধু তাই নয়, এই বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে, টিভি শিপমেন্টের জন্য বিশ্ব বাজারে পঞ্চম স্থান পেয়েছে সংস্থাটি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন