শাওমি জানিয়েছে, তারা প্যাকেজিংয়ে প্লাস্টিকের ব্যবহার ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবে। ইউরোপ থেকেই এই কার্যক্রমের শুরু হবে। আর এটির শুরু হচ্ছে এমআই ১০টি লাইট ফোনের মাধ্যমে। খবর জিএসএম এরিনা।
শাওমি তাদের রিটেইল বক্সের বিষয়ে এই তথ্য জানিয়েছে, কনটেন্ট নয়। ফলে ব্যবহারকারী সকল অ্যাক্সেসরিজই পাবেন। এর মধ্যে থাকছে চার্জার, ইউএসবি-সি ক্যাবল এবং একটি কেইস। এর আগে এমআই ১০ লাইট মডেলেও ক্রেতারা একই অ্যাক্সেসরিজ পেয়েছিলেন।
তবে কীভাবে প্লাস্টিকের ব্যবহার কমানো হবে সে বিষয়ে এখনই পরিস্কার নয়। কারণ বক্সটির অধিকাংশ কার্ডবোর্ডে তৈরি।