মিড বাজেটের অপো এফ১৫ আসছে হেলিও পি৭০ প্রসেসরে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 301 ভিউজ

৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরে চারটি ক্যামেরা নিয়ে ভারতে উন্মোচিত হয়েছে অপো এফ১৫। ৮ জিবি র‌্যাম এবং ১২৪ জিবি ইন্টারনাল স্টোরেজে ৪,০২৫ এমএএইচ ব্যাটারি রয়েছে ফোনটিতে।

৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। থাকছে ডিউ-ড্রপ নচ।  স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশের বেশি। দাম পড়বে ১৫ থেকে ২০ হাজার রুপির মধ্যে। স্মার্টফোনটিতে আছে অ্যান্ড্রয়েড ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম।

ছবি তোলার জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সর) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সর) + ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন