বিশ্বের প্রথম এক টেরাবাইটের মাইক্রোএসডি কার্ড

কর্তৃক মাহমুদুল হাসান
0 মন্তব্য 672 ভিউজ

বর্তমানে ব্যবহৃত আপনার মেমোরি কার্ডের জায়গা কত বা আপনি মোট কত জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে চান। প্রশ্ন শুনে অনেকেই অবাক হয়ে যাবেন। সাধারণত অনেকে ৩২জিবি থেকে ৬৪জিবি মেমোরি কার্ড গুলো ব্যবহার করে থাকে। অনেকে ৫১২জিবি মেমোরি কার্ড ব্যবহার করে থাকেন। তবে সেই সংখ্যা অনেক কম। সম্প্রতি স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উন্মোচন করা হয়েছে বিশ্বের প্রথম এক টেরাবাইটের মাইক্রোএসডি কার্ড। একই দিনে এক টেরাবাইট মাইক্রোএসডি কার্ড উন্মোচন করেছে মাইক্রন এবং ওয়েস্টার্ন ডিজিটালের মালিকানাধীন স্যানডিস্ক। উভয় প্রতিষ্ঠানই এনেছে ইউএইচএস-আই মাইক্রোএসডিএক্সসি কার্ড। মোবাইল সেলফি প্রেমীদের জন্য সত্যি খুব খুশির খবর।

ওয়েস্টার্ন ডিজিটালের মতে দুইটি কার্ডের মধ্যে কার্যকরিতার দিক থেকে তাদের মালিকানাধীন স্যানডিস্ক এগিয়ে রয়েছে। মাইক্রনের রিড স্পিড যেখানে সেকেন্ডে ১০০ মেগাবাইট, সেখানে স্যানডিস্কের রিড স্পিড সেকেন্ডে ১৬০ মেগাবাইট। অন্যদিকে রাইট স্পিড বেশি মাইক্রনের। স্যানডিস্কের চেয়ে মাইক্রনের রাইট স্পিড সেকেন্ডে পাঁচ মেগাবাইট বেশি। মাইক্রনের সর্বোচ্চ রাইট স্পিড বলা হয়েছে সেকেন্ডে ৯৫ মেগাবাইট। চলতি বছরের এপ্রিল মাসে বাজারে আসবে স্যানডিস্কের এক টেরাবাইট মাইক্রোএসডি কার্ড। কার্ডটির বাজার মূল্য বলা হয়েছে আনুমানিক ৪৪৯.৯৯ মার্কিন ডলার। বর্তমানে প্রিমিয়াম মানের ৫১২ গিগাবাইট মাইক্রোএসডি কার্ডের বাজার মূল্য ১৯৯.৯৯ ডলার। তবে এখনো মাইক্রনের এক টেরাবাইট মাইক্রোএসডি কার্ডের কোনো মূল্য ঘোষণা করা হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে এই বছরের মাঝামাঝি সময়ে এই কার্ড বাজারে আসবে এবং খুব শীঘ্রই এর মূল্য নির্ধারন করা হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন