‘ফ্যাক্ট-চেক’ লেবেল আসছে গুগল ইমেজ সার্চে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 326 ভিউজ

বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগল এবার নিজেদের ইমেজ সার্চ ফলাফলে ‘ফ্যাক্ট-চেক’ লেবেল জুড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা সত্যতা যাচাইয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। কভিড-১৯ মহামারীর ভয়াবহ এ সময়ে অনলাইনে ছড়িয়ে পড়া ভুল তথ্য নিয়ন্ত্রণে চাপের মুখে রয়েছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ইমেজ সার্চ ফিচারে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নিয়েছে গুগল।

বলা হচ্ছে, ইমেজ সার্চ ফলাফলের থাম্বনেইলের নিচেই ফ্যাক্ট-চেক বা সত্যতা যাচাইকরণ লেবেল দেখাবে গুগল। আগে থেকেই সাধারণ সার্চ ফলাফল ও গুগল নিউজে এ ধরনের লেবেল প্রদর্শন করে আসছে প্রতিষ্ঠানটি। গত এপ্রিল থেকে ইউটিউব ভিডিওতে ফ্যাক্ট-চেক লেবেল জুড়ে দিয়েছে গুগল, আপাতত যুক্তরাষ্ট্রের গ্রাহকরা দেখতে পারছেন।

প্লাটফর্মে ভুয়া তথ্য ছড়ানো নিয়ে বিভিন্ন দেশের সরকারের চাপের মুখে রয়েছে গুগল ও ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন