নতুন মটোরোলা রেজার ফোল্ডেবল ডিসপ্লে সহ বাজারে এল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 300 ভিউজ

ভারতে লঞ্চ হল মটোরোলা রেজার (২০১৯)। বিগত কয়েক সপ্তাহ ধরে একের পর এক টিজার প্রকাশের পর অবশেষে ভারতে কোম্পানির প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন নিয়ে এল মটোরোলা। এই ফোনের একটি ফোল্ডেবল ওলেড ডিসপ্লের সঙ্গেই রয়েছে একটি ছোড় ডিসপ্লে। এই ডিসপ্লেতে সহজেই নোটিফিকেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেওয়া যাবে।

মটোরোলা রেজার (২০১৯) স্পেসিফিকেশন
মটোরোলা রেজার (২০১৯) -এ একটি ৬ .২ ইঞ্চি ফ্লেক্সিবেল ওলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে।ফোনের বাইরে থাকছে একটি২.৭ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

এই ফোনে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা ব্যবহার করেই ফোনের বাইরে ছোট ডিসপ্লের মাধ্যমে সেলফি তোলা যাবে। যদিও এই ফোনের ডিসপ্লের উপরে একটি ৫মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে। ভিডিও কল করতেও এই ক্যামেরা ব্যবহার করা যাবে।

মটোরোলা রেজার (২০১৯) এ কানেক্টিভিটির জন্য থাকছে ৪ জি এলটিই,ওয়াইফাই৮০২.১১এসি,
ব্লুটুথ ভি ৫.০, জিপিএস / এ-জিপিএসও ইউএসবি টাইপ-সি পোর্ট। রয়েছে একটি অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে রয়েছে ২,৫১০এমএএইচ ব্যাটারি। এই ফোনের ওজন ২০৫ গ্রাম।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন