নতুন চমক এলজি স্মার্টফোনে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 290 ভিউজ

বাজারে দুই স্ক্রিনের অনেক ফোন দেখেছেন গ্রাহক। একই সময়ে দুই স্ক্রিন ব্যবহার করার অভিজ্ঞতা দিতে বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্মার্টফোন বাজারে এনেছে। তবে এবারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান এলজি নতুন নকশার একধরনের স্মার্টফোন তৈরি করেছে, যা আগে দেখা যায়নি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এক্সডিএ ডেভেলপার্সের তথ্য অনুযায়ী, এলজি শিগগিরই ‘উইং’ নামের একটি ফোন উন্মুক্ত করবে, যাতে সামনের স্ক্রিনকে ঘোরানো যাবে।

পাখি যেভাবে পাখা মেলতে উড়তে পারে, তেমনি ফোনের সঙ্গে ডানার মতো স্ক্রিন ঘোরানোর সুবিধা থাকবে উইং ফোনে। ব্যবহারকারী চাইলে ডিসপ্লেটিকে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো রূপ দিতে পারবেন। এক্সডিএর তথ্য অনুযায়ী, এলজি তাদের উইং ফোনটিকে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়ার সময় দাম রাখতে পারে এক হাজার মার্কিন ডলার। দক্ষিণ কোরিয়ার বাজারে এ ফোনের দাম প্রায় ১ হাজার ৬০০ মার্কিন ডলার হতে পারে বলে গুঞ্জন রয়েছে।

ফোনটি ছাড়ার আগে থেকেই এটি ঘিরে বেশ কিছু ভিডিও ফাঁস হয়েছে। এর একটি ভিডিও প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি। ওই ভিডিওতে একটি স্মার্টফোন গাড়ির মোবাইল হোল্ডারে রাখতে দেখা যায়। এতে একই ফোনের একটি স্ক্রিনে গাড়ির নেভিগেশন ও অন্য স্ক্রিনে গান চলতে দেখা যায়। অবশ্য ওই ভিডিওতে দুই স্ক্রিনের ফোনের কার্যপদ্ধতি দেখানো হয়নি।

ফোনটিতে ফিচার হিসেবে ৬.৮ ইঞ্চি মাপের মূল ডিসপ্লের সঙ্গে ৪ ইঞ্চি মাপের দ্বিতীয় স্ক্রিন থাকবে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজ প্রসেসর থাকবে, যা ফাইভ–জি সমর্থন করবে। ফোনটির পেছনে তিন ক্যামেরা সেটআপও থাকতে পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন