দাম বেড়ে যেতে পারে আইফোন ১২-এর

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 286 ভিউজ

ধারণা করা হচ্ছিল নতুন আইফোনের দাম তুলনামূলকভাবে কম হবে। তবে আইফোন তৈরিতে যেসব উপাদান ব্যবহার করা হয় তার দাম বেড়ে গেছে। ফলে আইফোন ১১–এর দামের তুলনায় আইফোন ১২-এর দাম বেড়ে যেতে পারে। গুঞ্জন উঠেছিল আইফোন ১২ মডেলের দাম শুরু হবে ৬৪৯ মার্কিন ডলার থেকে, যা আইফোন ১১–এর তুলনায় ৫০ ডলার কম। অনেকেই কম দামে নতুন আইফোন আসার খবর শুনে খুশি হয়েছিলেন।

সম্প্রতি প্রযুক্তিবিষয়ক কয়েকটি ওয়েবসাইটে বলা হচ্ছে, আইফোন ১২ মডেলের দাম শুরু হতে পারে ৬৯৯ থেকে ৭৪৯ মার্কিন ডলারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজচায়না ওয়েবুতে তথ্য ফাঁসকারী একজনকে উদ্ধৃত করে জানিয়েছে, নতুন আইফোনের দাম বেড়ে যেতে পারে। নতুন মডেলের আইফোনের সঙ্গে অ্যাপল অবশ্য এয়ারপড ও চার্জার দেবে না।

ইতিমধ্যে নতুন মডেলের স্মার্টওয়াচের সঙ্গে এ ট্রেন্ড শুরু করেছে অ্যাপল। অ্যাপলপ্রেমীরা ধারণা করছেন, আইফোনের সঙ্গে আনুষঙ্গিক গ্যাজেট কম দিয়ে দাম কম রাখার চেষ্টা করতে পারে অ্যাপল।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন