এসে গেল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ও রেডমি নোট ৯ প্রো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 312 ভিউজ

লঞ্চ হল রেডমি নোট ৯ প্রো ম্যাক্স ও রেডমি নোট ৯ প্রো। বৃহস্পতিবার ভারতে এই দুই ফোন নিয়ে এসেছে শাওমি। এই দুই ফোনে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকছে। ফোনের পিছনে থাকছে চারটি করে ক্যামেরা। রেডমি নোট ৯ সিরিজের নতুন ফোনগুলিতে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চলবে।

কানেক্টিভিটির জন্য ইউএসবি টাইপ-সি পোর্ট থাকছে। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজে এই ফোনগুলি পাওয়া যাবে। রেডমি নোট ৯ প্রো ম্যাক্স -এ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকছে।

রেডমি নোট ৯ প্রো ম্যাক্স স্পেসিফিকেশন
ডুয়াল সিমরেডমি নোট ৯ প্রো ম্যাক্স -এ অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির
এমআইইউআই ১১স্কিন চলবে। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইফ এইচ ডি + ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৭৫০ জি চিপসেট, 8 জিবি এলপিডিডিআর ৮× র‌্যাম আর ১২৮জিবি পর্যন্ত
ইউএফএস ২.১ স্টোরেজ।

এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরায় ৬৪মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা আর ৫ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য রয়েছে একটি ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে
৪ জি ভিওএলটিই, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি ৫.০, জিপিএস / এ-জিপিএস, ইনফ্রারেড,
ইউএসবি টাইপ-সি ও ৩.৫ মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে ৫,০২০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন