উবার সার্ভিসে যুক্ত হলো হেলিকপ্টার রাইড সেবা

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 290 ভিউজ

মার্কিন রাইড শেয়ারিং কোম্পানি উবার টেকনোলজিস ইঙ্ক তাদের সেবায় সম্প্রতি হেলিকপ্টার রাইডের সুবিধা যোগ করেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ সেবা চালুর কথা জানায় কোম্পানিটি। প্রাথমিকভাবে নিউইয়র্কেই এ সেবা চালুর কথা ঘোষণা করে উবার। আগামী জুনে প্রিমিয়াম গ্রাহকদের জন্য এ সেবাটি সহজলভ্য হবে বলে জানায় কোম্পানিটি।

নিউইয়র্কভিত্তিক হেলিকপ্টার চার্টার কোম্পানি হেলিফিলেট শেয়ারের সহায়তায় চালু হওয়া উবারের এ সেবা গ্রহণ করতে খরচ হবে ২০০ থেকে ২২৫ মার্কিন ডলার (প্রায় ১৬ হাজার থেকে ১৯ হাজার টাকা)। উবার জানায়, যাতায়াতকারীদের সময় বাঁচানোর লক্ষ্য নিয়ে গ্রাহকদের জন্য তারা এ সুবিধা নিয়ে এসেছে।

উবার আশা করছে, নিউইয়র্কের হেলিকপ্টার প্রকল্প তাদের প্লেন সেবা চালুর পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে অগ্রসর করবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন