ইউটিউব ক্ষতিকর কাজ করতে বাধ্য করছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 456 ভিউজ

ইউটিউব চুক্তিভিত্তিকভাবে কনটেন্ট মডারেটর নিয়োগ দেয় বিষয়বস্তু (কনটেন্ট) যাচাই বাছাইয়ের জন্য। এবার এসব কর্মীদের কাছে নতুন করে একটি চুক্তিপত্র পাঠানো হয়েছে।

এই চুক্তিপত্রে লেখা আছে, এই কাজটি তাদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এর ফলে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস–অর্ডার (পিটিএসডি) হতে পারে। তবে এসব চুক্তিপত্রে কর্মীদের স্বাক্ষর করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে অ্যাকসেনচার ইউটিউবের কনটেন্ট যাচাই বাছাইয়ের দায়িত্বে রয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে নতুন একটি চুক্তিপত্র পাঠানো হয়েছে। দুই পাতার চুক্তিপত্রটির শেষাংশে বলা হয়েছে- ‘কর্মীদের হয়তো ‘অনুপযুক্ত’ ভিডিও পর্যালোচনা করতে হতে পারে, যা পিটিএসডির কারণ হতে পারে’।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন