সনি ইন্ডিয়া টাচস্ক্রিন ওয়াকম্যান নিয়ে এলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 445 ভিউজ

গানপ্রেমীদের জন্য নতুন করে আবারও ওয়াকম্যান নিয়ে এসেছে সনি। সনি ইন্ডিয়া’র তৈরি টাচস্ক্রিন পর্দার ওয়াকম্যানটির নাম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ওয়াকম্যান এনডব্লিইউ-এ১০৫।

জানুয়ারির ২৪ তারিখ থেকেই বাজারে পাওয়া যাবে অ্যান্ড্রয়েডচালিত ওয়াকম্যানটি। ভারতের বাজারের জন্য কালো রংয়ের ডিভাইসটির দাম ধরা হয়েছে ২৩ হাজার ৯৯০ রুপি। নতুন ওয়াকম্যানে দেখা মিলবে ৩.৬ ইঞ্চি আকারের টাচস্ক্রিন ডিসপ্লের। — খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস’র।

বলা হচ্ছে, উচ্চ রেজুলিউশনের অডিও সাপোর্ট করবে ওয়াকম্যানটি। চাইলে ওয়াইফাই সমর্থনের মাধ্যমে নিজেদের পছন্দের ট্র্যাক-ও সরাসরি ডাউনলোড করেও নিতে পারবেন ব্যাহারকারীরা। মানুষকে মূলত পুরোনো দিনের ওয়াকম্যানের স্বাদ মনে করিয়ে দেওয়ার লক্ষ নিয়েই নতুন ওই ওয়াকম্যানটি নিয়ে এসেছে সনি।

এক বিবৃতিতে সনি ইন্ডিয়া জানিয়েছে, “সনি এনডব্লিইউ-এ১০৫ ওয়াকম্যানে ১৬ গিগাবাইট বিল্ট-ইন মেমোরি থাকবে যা পরবর্তীতে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।”

আইএএনএস বলছে, ১১.২ মেগাহার্টজ পর্যন্ত ‘ডিরেক্ট স্ট্রিম ডিজিটাল’ (ডিএসডি) অডিও ফরম্যাট শোনা সম্ভব হবে। কাজটি করতে সহযোগিতা করবে ডিভাইসের এ১০৫ উচ্চ মানের পিসিএম কনভার্সন।সহজ এবং দ্রুত চার্জিংয়ের জন্য এনডব্লিইউ-এ১০৫-এ রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন