রিয়েলমির প্রথম ফিটনেস ব্যান্ড ক্রিকেট মোড ও স্লিপ মনিটর সহ আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 380 ভিউজ

ফিটনেস ব্যান্ডের দুনিয়ায় প্রবেশ করতে চলেছে রিয়েলমি। ৫ মার্চ কোম্পানির প্রথম ফিটনেস ব্যান্ড রিয়েলমি ব্যান্ড বাজারে আসছে। এতে বিভিন্ন ধরনের ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করা যাবে। এর মধ্যেই অন্যতম ক্রিকেট মোড। এছাড়াও গ্রাহকের ঘুমের খেয়াল রাখবে এই ফিটনেস ব্যান্ড।

বিশেষ ডিজাইনে এই ফিটনেস ব্যান্ড চার্জ করতে আলাদা কেবেলের প্রয়োজন হবে না। ইউএসবি চার্জারে সরাসরি কানেক্ট করে চার্জ হবে ডিভাইসটি। ইতিমধ্যে কোম্পানির ওয়াবসাইটে নতুন ফিটনেস ব্যান্ডের ছবি ও বিভিন্ন ফিচার সামনে এসেছে। নতুন ব্যান্ডটিতে মোট ন’টি ফিটনেস ট্র্যাকিং মোড থাকছে। বাইকিং, রানিং, ওয়াকিং, হাইকিং, ক্লাইম্বিং, যোগা, ফিটনেস, স্পিনিং ও ক্রিকেট মোড থাকছে।

কোম্পানির নিজস্ব অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনে ফিটনেস ব্যান্ডের যাবতীয় তথ্য দেখে নেওয়া যাবে। নতুন ফিটনেস ব্যান্ড চার্জিংয়ের জন্য আলাদা কেবেলের প্রয়োজন হবে না। ইউএসবি চার্জারে সরাসরি কানেক্ট করে চার্জ হবে এই ডিভাইস। ব্যান্ডটিতে স্মার্ট নোটিফিকেশনের সুবিধা থাকছে। স্মার্টফোনে ইনকামিং কল ও অন্যান্য নোটিফিকেশন এই ফিটনেস ব্যান্ড থেকেই দেখে নেওয়া যাবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন