নোকিয়া নতুন ফিচার ফোন আনছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 310 ভিউজ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বেশকিছু পরিকল্পনা করেছিলো নোকিয়া। তবে করোনাভাইরাসের জেরে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। এখন নোকিয়াকে নতুন পরিকল্পনা করতে হচ্ছে। চীনের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টিনার নতুন তালিকায় যুক্ত হয়েছে দারুন কিছু। নোকিয়া টিএ-১২১২ নামের ডিভাইস দেখা গেছে সেখানে।

ডাটাবেজে ছবি না থাকলেও অনেক তথ্য রয়েছে সেখানে। বাজারে থাকা নোকিয়া ২২০ ফোরজি এর অনেক ফিচারই রয়েছে এতে। ফোনটিতে রয়েছে ২৪০*৩২০ পিক্সেল রেজ্যুলেশনের ২.৪ ইঞ্চি ডিসপ্লে। ব্যবহার করা হয়েছে ১২০০ এমএএইচ ব্যাটারি।

ফোনটিতে থাকছে ৮ মেগাবাইট র্যাম, যা ২২০ ফোরজির চেয়েও অর্ধেক। এছাড়া থাকছে ০.৩ মেগাপিক্সেল ক্যামেরা। এসব তথ্য থেকে বোঝা যাচ্ছে ফোনটি একটি ফিচার ফোন, যার ঘোষণা আগামী কয়েক সপ্তাহেই আসতে পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন