নতুন নোকিয়া সি২ ফিচারগুলি দেখে নিন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 374 ভিউজ

বৃহস্পতিবার লঞ্চ হবে নোকিয়া সি২। ৩জি ভেরিয়েন্টে নোকিয়া সি১ লঞ্চ হলেও নোকিয়া সি২ তে থাকছে ৪ জি কানেক্টিভিটি। চলতি সপ্তাহের অনুষ্ঠান থেকে এই ফোনের দাম ও স্পেসিফিকেশন জানাবে ফিনল্যান্ডের কোম্পানিটি। যদিও লঞ্চের আগেই সোশ্যাল মিডিয়ায় এই ফোন সম্পর্কে সব তথ্য জনসমক্ষে নিয়ে এসেছেন কোম্পানির প্রধান। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে। ভারতে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি এইচএমডি গ্লোবাল।

নোকিয়া সি২ স্পেসিফিকেশন
কোম্পানির ওয়েবসাইট থেকে জানা গিয়েছে নোকিয়া সি২ তে ৫.৭ ইঞ্চি এইচডি + ডিসপ্লে থাকবে। এই ফোনে থাকবে ১ জিবি র‌্যাম + ১৬ জিবিস্টোরেজ। এই ফোনে অ্যান্ড্রয়েড 9 পাই (গো সংস্করণ) অপারেটিং সিস্টেম চলবে। ফোনের ভিতরে থাকবে একটি কোয়াড-কোর ১.৪ জি এইচ জেড প্রসেসর।

এই ফোনের পিছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। সঙ্গে থাকবে এলইডি ফ্ল্যাশ। ফোনের ভিতরে থাকবে ২,৮০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে রয়েছে ৪জি কানেক্টিভিটি, ৩.৫ মিমি অডিও জ্যাক ও এফএম রেডিও। গুগল এ্যাসিসটেন্ট ব্যবহারের জন্য এই ফোনে পৃথক বাটন ব্যবহার হয়েছে।

নোকিয়া সি২-র আয়তন ১৫৩.৮×৭৫.৫৯× ৮.৮৫ মিমি। এই ফোনের ওজন ১৬১ গ্রাম। আকাশী ও কালো রঙে পাওয়া যাবে নোকিয়া সি২।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন