গ্যালাক্সি জেড ফ্লিপ অস্কারে দেখা গেল

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 323 ভিউজ

গ্যালাক্সি জেড ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোনটি আজ (১১ ফেব্রুয়ারি) উন্মোচনের সম্ভাবনা রয়েছে। এর আগেই আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গতকাল ৯২তম অস্কারের আসরে বিজ্ঞাপন বিরতিতে দেখা মিলল ডিভাইসটির ট্রেলার। এর আগে টুইটারে বেন গেসকিন নামের এক ব্যক্তি এ ডিভাইসের ভিডিওটি পোস্ট করেন।

টুইটারে শেয়ার করা ভিডিও ক্লিপটিতে গোলাপি রঙের একটি ফোল্ডেবল স্মার্টফোন দেখা গেছে। অস্কারের ট্রেলারেও এটিই দেখানো হয়েছে। এতে ফোল্ডেবল ডিসপ্লে, ফোনের বাইরের দিকে ক্যামেরার পাশেও একটি ছোট ডিসপ্লে থাকছে। দেখতে অনেকটা মটোরোলা রেজারের মতো। তবে ২২:৯ অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লের কারণে অস্বাভাবিক লম্বা মনে হয়। ডিভাইসটি ভাঁজ করলে চোখে পড়ে ডুয়াল রিয়ার ক্যামেরা।

স্মার্টফোনটির ডিসপ্লে হবে ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ফোনটির বাইরে থাকবে ১ দশমিক ৬ ইঞ্চি সুপার অ্যামোলেড কভার ডিসপ্লে। ক্যমেরায় দুটি ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে এবং সেলফি তোলার জন্য থাকছে ১০ মেগাপিক্সেল ক্যামেরা।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন