ওয়ালমার্ট এবার টিকটক কিনতে চায়

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 413 ভিউজ

টিকটকের যুক্তরাষ্ট্র ব্যবসায় কিনতে এবার আগ্রহীদের তালিকায় যুক্ত হলো ওয়ালমার্ট। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনবিসি। খবর এনগ্যাজেট।

টিকটক কিনতে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে অন্যতম মাইক্রোসফট। ইতিমধ্যে টুইটার এবং ওরাকলও তাদের আগ্রহ প্রকাশ করেছে। টিকটকে নিজেদের ডিজিটাল বিক্রয় সেবা দিতে সেই তালিকায় যুক্ত হয়েছে ওয়ালমার্ট। তবে একা নয়, মাইক্রোসফটের সাথে যৌথভাবে টিকটক কিনতে চায় প্রতিষ্ঠানটি।

ওয়ালমার্ট জানিয়েছে, আমরা বিশ্বাস করি মাইক্রোসফটের সাথে অংশীদারিত্বে টিকটক ইউএস কিনতে পারলে সেটি বৃহৎ সংখ্যক ক্রেতাদের কাছে পৌছানো যাবে এবং থার্ড পার্টি মার্কেটপ্লেস ও বিজ্ঞাপন ব্যবসায়ের প্রবৃদ্ধি ঘটবে। আমরা নিশ্চিত যে, ওয়ালমার্ট ও মাইক্রোসফটের অংশীদারিত্ব যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের প্রত্যাশা পূরণ হবে এবং দেশের সরকারি নিয়ন্ত্রক সংস্থা আস্থা পাবে।

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে নিজেদের অপারেশন বিক্রির দ্বারপ্রান্তে টিকটক। এই লেনদেনের পরিমান হতে পারে ২০ থেকে ৩০ বিলিয়ন ডলার। তবে সঠিক অর্থের পরিমান জানতে অপেক্ষা করতে হবে আর কয়েকটা দিন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন