নতুন আইফোনে এআর সুবিধা থাকছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 447 ভিউজ

আগামী ১২ অক্টোবর নতুন আইফোনের ঘোষণা দিতে যাচ্ছে অ্যাপল। তবে তার আগেই অনলাইনে ফাঁস হয়েছে নতুন আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলর তথ্য।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১১ প্রো ম্যাক্সের তুলনায় দুই ঘন্টা বেশি চার্জ থাকবে আইফোন ১২ প্রো ম্যাক্সে। এতে ফোরকে মানের ভিডিও ধারণ করা যাবে এবং মিলবে আরো উন্নত ফেডআইডি সুবিধা। নতুন আইফোনের মডেলটি হবে ৬.৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের। ডিসপ্লে রেজুলেশন হবে আগের সংস্করণের চেয়ে বেশি।

ডিসপ্লে ছাড়াও নতুন আইফোনে এ১৪ বায়োনিক চিপসেট থাকবে যাতে যুক্ত হবে চতুর্থ প্রজন্মের নিউরাল ইঞ্জিন। এতে তিনটি ক্যামেরা সেটআপ থাকবে। এর প্রাথমিক সেন্সর ১৬ মেগাপিক্সেলের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও টেলিফটো ক্যামেরা থাকছে। এতে আইপ্যাড প্রো মডেলের মতো আলাদা করে লিডার সেন্সর থাকবে যাতে নতুন অগমেন্টেড রিয়্যালিটি সুবিধা সমর্থন করবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন