নতুন করে ৫ জেলার বাংলা নামের ইংরেজি বানান পরিবর্তন করার সিদ্ধান্ত অনুমোদন করেছে বর্তমান সরকার। বাংলা নামের সঙ্গে ইংরেজি বানানে কিছুটা অসঙ্গতি থাকায় বগুড়া, যশোর, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ইংরেজি বানান পরিবর্তন হয়েছে। গত সোমবার ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এই পাঁচ জেলার বানান পরিবর্তন অনুমোদন হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিকারের বৈঠকে নতুন বিভাগ, জেলা, উপজেলা, থানাসহ প্রশাসনিক ইউনিট গঠনের বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম জানান, প্রয়োজনে আরো কয়েকটি জেলার নামের বানানে পরিবর্তন আসতে পারে। বৈঠকে ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাবেও অনুমোদন দেয়া হয়। পাশাপাশি পাঁচগুণ গাছ লাগানোর শর্তে পেট্রোবাংলার জন্য মহেশখালীর সংরক্ষিত বনভূমিতে গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বানান পরিবর্তনের সংবাদ প্রকাশ হওয়ার পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
উল্লেক্ষ্য ২০০০ সালে নিকার সভার অনুমোদক্রমে ‘নবাবগঞ্জ’ জেলার নাম পরিবর্তন করে ‘চাঁপাইনবাবগঞ্জ’ করা হয়েছিল। এবং তারও আগে এর আগে ১৯৮২ সালে রাজধানী ঢাকার ইংরেজি নামের বানান Dacca থেকে পরিবর্তন করে Dhaka করা হয়েছিল।
বাংলা নাম | বর্তমান ইংরেজি বানান | প্রস্তাবিত সঠিক বানান |
বগুড়া | Bogra | Bogura |
যশোর | Jessore | Jashore |
বরিশাল | Barisal | Barishal |
কুমিল্লা | Comilla | Cumilla |
চট্টগ্রাম | Chittagong | Chattogram |