অপো’র স্মার্ট স্পিকার আসছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 283 ভিউজ

অপোর ইকোসিস্টেমে ইতিমধ্যেই ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ব্লুটুথ ইয়ারফোন এবং টিডব্লিউএস ইয়ারফোন রয়েছে। তবে তাদের ডিভাইসের তালিকায় কিছু ডিভাইস এখন অনুপস্থিত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) নতুন অডিও ডিভাইস উন্মোচন করছে প্রতিষ্ঠানটি। খবর জিএসএম এরিনা।

উইবো অপোর অফিশিয়াল প্রোফাইলে দেয়া তথ্যমতে, নতুন ডিভাইসটি হতে পারে স্মার্ট স্পিকার অথবা নতুন এনকো ওয়্যারলেস ইয়ারফোন। প্রোমোতে বলা হয়েছে, ‘আমি এখানে আছি এবং শুনতে পাচ্ছি’। যা সাধারণত গুগল হোম কিংবা অ্যালেক্সা পণ্যের মতো কোনো স্পিকারের মতো মনে হচ্ছে।

অপো ইন্ডিয়ার ইতিমধ্যেই ‘এনকো ডব্লিউ৩১’ নামে সহজলভ্য ওয়্যারলেস ইয়ারফোন রয়েছে যা একটি গোলাকার কেইসের মধ্যে বাজারে আসে। হতে পারে এটি চীনের বাজারেও আনা হচ্ছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন