তিনটি রঙে পাওয়া যাবে রেডমি কে ৩০ প্রো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 350 ভিউজ

রেডমি কে ৩০ প্রো লঞ্চের আগে একের পর এক টিজার প্রকাশ্যে আনছে শাওমি। সম্প্রতি কোম্পানির পোস্ট থেকে জানা গিয়েছে তিনটি রঙে এই ফোন বাজারে আসবে। সেখানে সাদা, সবুজ ও বেগুনী রঙে এই ফোন দেখা গিয়েছে। এছাড়াও জানা গিয়েছে রেডমি কে ৩০ প্রো তে ৬০হার্জ ডিসপ্লে থাকবে। গত বছর লঞ্চ হয়েছিল রেডমি কে ৩০। সেই ফোনে ১২০ হার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে ব্যবহার করেছিল শাওমি। স্মার্টফোন ঠান্ডা রাখতে ব্যবহার হচ্ছে বিশেষ ভেপার চেম্বার।

রেডমি কে ৩০ প্রো তে ৫জি কানেক্টিভিটি থাকবে। এই ফোনে থাকবে ৩৩ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্ট। রেডমি কে ৩০ প্রো প্রাইমারি ক্যামেরায় থাকছে ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৮৬ সেন্সর। ফোনের পিছনে মোট চারটি ক্যামেরা থাকবে। রেডমি ফ্ল্যাগশিপে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট। সঙ্গে থাকতে পারে ৮ জিবি র‌্যাম। এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির এম আই ইউ আই স্কিন চলবে।

রেডমি কে ৩০ -র তে হোল-পাঞ্চ ডিসপ্লে থাকলেও রেডমি কে ৩০ প্রো তে পপ-আপ ক্যামেরা থাকতে পারে। এই ফোনের ভিতরে থাকবে ৪৭০০এমএএইচ ব্যাটারি। সঙ্গে ৩৩ওয়ার্ড ফাস্ট চার্জ সাপোর্ট থাকবে। বিভিন্ন স্পেসিফিকেশন সামনে এলেও এখনও এই ফোনের দাম জানা যায়নি।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন