৪কে সিনেমা পিএস ৫ এ চলবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 343 ভিউজ

দীর্ঘ সময় পরে সনি নতুন আপডেট নিয়ে এসেছে প্লেস্টেশন ৫ (পিএস)। সনি তাদের ব্লগে জানায়, গেমিং কনসোলটিতে ৪কে ব্লু রে ড্রাইভ থাকবে, যেখানে বড় সাইজের ব্লু রে ডিস্ক চালানো যাবে এবং বিশাল আকারের গেমও রাখা যাবে।

ধারণা করা হচ্ছে, গেমিং কনসোলটিতে ৪কে ব্লু রে সিনেমাও দেখা যাবে। কেননা, একই ধরনের ডিস্ক দিয়ে ৪কে ব্লু রে সিনেমাও দেখা যায়। কনসোলটির কন্ট্রোলারে ভাইব্রেশন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রাফিক্স কার্ডেরও আপগ্রেড সংস্করণ থাকবে। এতে গেম দ্রুত গতিতে লোড হবে এবং লাইটিং ইফেক্টসেরও উন্নতি ঘটবে।

২০ বছরেরও বেশি সময় ধরে সনির প্লেস্টেশন বাজারে আছে। সনি ২০০৬ সালে প্লেস্টেশন ৩ এ প্রথম ব্লু রে রেজুলেশন সাপোর্ট যুক্ত করে। আগামী বছরের ৫ ডিসেম্বর সনির প্লেস্টেশন ৫ বাজারে আসবে। একই সময় মাইক্রোসফটের পরবর্তী গেমিং কনসোল প্রজেক্ট স্কারলেটও বাজারে আসবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন