অ্যাপল সাড়ে সাত কোটি ৫জি আইফোন বানাচ্ছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 359 ভিউজ

সরবরাহকারীদের অন্তত সাড়ে সাত কোটি ৫জি আইফোন তৈরি করে দিতে বলেছে অ্যাপল। বছরের শেষ নাগাদ ফোনগুলো হাতে পেতে চাইছে প্রতিষ্ঠানটি। রয়টার্সের প্রতিবেদন বলছে, শুধু ৫জি আইফোনই নয়, সরবরাহকারীদের নতুন আইপড এয়ার, ছোট হোমপড এবং নতুন ওয়াচ মডেলও তৈরি করতে বলেছে অ্যাপল।

মঙ্গলবারের ব্লুমবার্গ এক প্রতিবেদনে খবরটি সম্পর্কে প্রথম জানিয়েছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২০ সালে পরবর্তী-প্রজন্মের আইফোন তৈরিকে আট কোটি ইউনিটের ঘরে নিয়ে যেতে চাইছে অ্যাপল।

নতুন আইপ্যাড এয়ারও আনবে অ্যাপল। নতুন আইপ্যাড এয়ারের পর্দাটি আইপ্যাড প্রো-এর পর্দার মতো ‘এজ-টু-এজ’ হবে। এ ছাড়াও দেখা মিলবে নতুন দুটি সংস্করণের অ্যাপল ওয়াচ, আসবে বিটস ব্র্যান্ডের বাইরে তৈরি প্রথম ‘ওভার দ্য ইয়ার’ বা কানকে পরিবেষ্টিত করে রাখা হেডফোন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন