এবার স্মার্ট রিং নিয়ন্ত্রণ করবে অ্যাপল এর আইফোন

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 320 ভিউজ

ধারণা করা হচ্ছে টেক জায়ান্ট অ্যাপল স্মার্ট রিং ফিচার নিয়ে আসবে অ্যাপল ডিভাইসকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রতিষ্ঠানটি এরকম ছোট ডিভাইস নিয়ে একটি আবেদন পত্র আমেরিকান প্যাটেন্ট অফিসে জমা দিয়েছে বলে জানা গেছে। জমা দেওয়া প্যাটেন্টের নকাশা থেকে ধারণা করা হচ্ছে, ইন্টেলিজেন্ট রিং বা আংটিতে একটি প্রসেসর, মাইক্রোফোন এবং একটি মুডল থাকবে যা ওয়াই-ফাই কানেকশন নিশ্চিত করবে। পাশাপাশি এতে সেন্সর থাকবে যা হাতের স্পর্শ অনুযায়ী কাজ করবে। অ্যাপল এই ডিভাইসকে আলাদা ভাবে বাজারজাতকরণ করবে না। অর্থাৎ শুধু মাত্র হাতে পরে থাকার জন্য নয়, এটি দিয়ে অ্যাপলের ডিভাইস নিয়ন্ত্রণ করা যাবে।

স্মার্ট রিং সম্পর্কে অ্যাপল জানায়, জরুরী মূহুর্তে প্রয়োজনীয় কল অথবা অ্যালার্ম কিংবা দ্রুত সময়ে ফোনের নোটিফিকেশন এবং মেসেজ রিসিভ করা। তবে স্মার্ট রিং বা আংটির বাজারের অ্যাপল প্রথম নয়। এর আগে আমাজনের স্মার্ট রিং বাজারে ছেড়েছে। কিন্তু এটা শুধু একটা প্যাটেন্ট প্রকাশ হয়েছে, প্রতিষ্ঠান চাইলে এই ডিভাইস নিয়ে কাজ করতেও পারে নাও পারে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন