লিংকডইন নামের উচ্চারণ রেকর্ড করতে দেবে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 388 ভিউজ

নামের উচ্চারণ নিয়ে বিড়ম্বনার শিকার হননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আর নাম বিদেশি হলে তো আরও সমস্যা। এবার সে সমস্যা সমাধানে এগিয়ে আসছে লিংকডইন।

ব্যবহারকারীদেরকে নামের উচ্চারণ রেকর্ড করে রাখার সুবিধা দেবে পেশাদারদের সামাজিক মাধ্যম লিংকডইন। মূলত দশ সেকেণ্ড সময়সীমার মধ্যে অডিও রেকর্ডিংয়ে নিজ নামের উচ্চারণ জানাতে পারবেন ফিচারটির ব্যবহারকারীরা। অন্যরা সে রেকর্ডিং শুনে জেনে নিতে পারবেন নামের উচ্চারণ।

“সবাই, এমনকি আমিও, অন্য মানুষের নাম উচ্চারণের সময় ভুল করি”। – বলেছেন লিংকডইন পণ্য ব্যবস্থাপক জোসেফ আকোনি, এই নাম উচ্চারণের ফিচার নিয়ে কাজ করেছেন তিনি।

আকোনি আরও বলেছেন, “আমার নাইজেরিয়ান মধ্য নামের কারণে আমি ব্যক্তিগতভাবে এই সমস্যার শিকার হয়েছি। একশ’ জনের মধ্যে ৯৯ জনই প্রথমবারের চেষ্টায় এটি ঠিকভাবে উচ্চারণ করবেন না”।

এনগ্যাজেট জানিয়েছে, ফিচারটির জন্য আইওএস বা অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইসে নাম রেকর্ড করতে হবে। পরে তা মোবাইল বা ডেস্কটপে শোনা সম্ভব হবে। আগামী মাসে নিজেদের ৬৯ কোটি ব্যবহারকারীর জন্য ফিচারটি নিয়ে আসবে লিংকডইন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন