রেডমি নিয়ে এলো পাঞ্চহোলে ডাবল সেলফি ক্যামেরা!

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 312 ভিউজ

চীনের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান শাওমির সাব ব্র্যান্ড রেডমির স্মার্টফোন গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সম্প্রতি রেডমি কে২০ ও কে২০ প্রো বাজারে সফল হওয়ার পরেই এবার রেডমি কে৩০ বাজারে নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। সোমবার (১৪ অক্টোবর) দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে শাওমি তাদের আসন্ন রেডমি কে৩০’র একটি টিজার শেয়ার করেছে। প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেন্ডি পাঞ্চহোল ডিজাইনের মধ্যে দুটি সেলফি ক্যামেরা রয়েছে। এই ডিভাইসে দ্রুতগতি সম্পন্ন মোবাইল নেটওয়ার্ক ৫জি সাপোর্ট থাকবে বলে জানিয়েছে শাওমি।

রেডমির এই নতুন সিরিজের ফোনে এনএসএ+এসএ অর্থাৎ দুইটি ৫জি মোডেম থাকবে বলে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা লেই জুন। রেডমি কে৩০ ৪জি এবং ৫জি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ধারণা করা হচ্ছে, হার্ডওয়্যার সেকশনে ৭ সিরিজের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহৃত হবে। তবে এর বাজারমূল্য কত হবে এবং কবে নাগাদ বাজারে আসবে তা জানা যায়নি।

সূত্র: জীসমোচীনা

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন