রিয়েলমি নার্জো ফোন এলো

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 313 ভিউজ

বাজারে এলো রিয়েলমি নার্জো টেন ও নার্জো টেন এ। এই দুই ফোনেই একই ব্যাটারি, ডিসপ্লে ও কানেক্টিভিটি ফিচার দিয়েছে রিয়েলমি। রিয়েলমি নার্জো ১০ এর পিছনে চারটি ও নার্জো ১০ এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে।

নার্জো ১০ ফোনের ভিতরে থাকছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। অতিরিক্ত স্টোরেজের জন্য পৃথক মাইক্রো এসডি স্লট থাকছে। ভারতে নার্জো ১০ কিনতে ১১ হাজার ৯৯৯ টাকা খরচ হবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন