যেভাবে পরিষ্কার করবেন স্মার্টফোন করোনা থেকে বাঁচতে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 387 ভিউজ

স্মার্টফোনের মাধ্যমেও ছড়াতে পারে প্রাণঘাতী করোনাভাইরাস। ফোনের স্ক্রিন থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে বলে এক প্রতিবেনে জার্নাল অব হসপিটাল ইনফেকশন জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ২২টি গবেষণায় দেখা গেছে করোনাভাইরাস ধাতব, গ্লাস এবং প্লাস্টিক জাতীয় বস্তুতে নয়দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এ থেকে একজন সুস্থ ব্যক্তির করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

এজন্য দিনে দুইবার অ্যালকোহল মিশ্রিত টিস্যু দিয়ে ব্যবহারের প্রয়োজনীয় জিনিস এবং ফোনের স্ক্রিন পরিষ্কার করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও গুগল জানিয়েছে, ফোনের স্ক্রিন জীবাণুমুক্ত করতে মাইক্রোফাইবার ক্লথ বা সোপি ওয়াটার ব্যবহার করা উচিত।

তাই স্মার্টফোন বা ল্যাপটপকে করোনাভাইরাস সংক্রমণ থেকে ঠেকাতে ১০টি কাজ করা যেতে পারে। চলুন সেগুলো জেনে নেয়া যাক।

১. প্যান্টের যে পকেটে টিস্যু বা রুমাল রাখা হয়, সেখানে ফোন রাখা থেকে বিরত থাকতে হবে।

২. ফোনে কথা বলার সময় ইয়ারফোন ব্যবহার করা যেতে পারে। এতে ফোন আপনার মুখের সংস্পর্শে আসবে না।

৩. পাবলিক প্লেস কিংবা অফিসের কম্পিউটার ব্যবহার থেকে বিরত থাকুন। তবে ব্যবহার করলে জীবাণুমুক্ত গ্লাভস পরে নিতে হবে।

৪. যদি আপনার ফোনটি ‘আইপি৬৮’ অনুমোদিত পানি নিরোধক হয় তাহলে প্রতিদিন সাবান-পানি দুইবার পরিষ্কার করা যেতে পারে।

৫. পরিষ্কারের আগে অবশ্যই আপনার গ্যাজেটটি বন্ধ করে নিন এবং বৈদ্যুতিক সংযোগ থেকে বিচ্ছিন্ন করে নেবেন।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন