মেইজু ১৭ ফোনে জেনেনিন কি থাকছে

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 288 ভিউজ

অন্যান্য চায়নিজ স্মার্টফোন ব্র্যান্ডের সাথে মেইজু তাদের স্মার্টফোন বিজনেস নিয়ে ভালোই এগিয়ে যাচ্ছে। একসময় চীনের বাইরে খুব নামডাক না শোনা গেলেও বর্তমানে বাংলাদেশ সহ এশিয়ান ও ইউরোপিয়ান মার্কেটে নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই জানান দিচ্ছে মেইজু। বিশেষ করে কোম্পানিটির ফোনগুলোর ডিজাইন ও নিজস্ব ফ্লাইমি ইউআই তাদের অনন্য করেছে।

চলতি মাসে ফ্ল্যাগশিপ সিরিচের নতুন ফোনের বাজারে নিয়ে আসছে মেইজু । ফোনটির মডেল মেইজু ১৭। মেইজু ১৭ ফোনে স্ন্যাপড্রাগণ ৮৬৫ প্রসেসর, কোয়াড ক্যামেরা, ১২ গিগাবাইট র‍্যাম এবং ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

মেইজু ১৭ স্পেসিফিকেশন
ডুয়াল সিম মেইজু ১৭ ফোনে অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির ফ্লাইমি OS 7 চলবে। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে । এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল ও রেশিও ২০:৯। ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্জ। এতে পাঞ্চহোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগণ ৮৬৫ চিপসেট ও এর জিপিইউ হিসেবে অ্যাড্রিনো ৬৫০ রয়েছে। ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে ৮ গিগাবাইট র‍্যাম ১২৮ গিগাবাইট স্টোরেজ ও ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট স্টোরেজ ।

,
মেইজু ১৭ ফোনটির পেছনে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। । মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। মেইজু ১৭ ফোনটির ক্যামেরা দিয়ে ৪কে রেজুলেশনে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ করার জন্য ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি রয়েছে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন