চীনের ভিভো ভি সিরিজে নতুন ফোন এনেছে। মডেল ভিভো ভি২০ এসই। সম্প্রতি মালয়েশিয়ার বাজারে বাজারে ফোনটি বিক্রির ঘোষণা দেয় ভিভো। ভিভো মালয়েশিয়ায় ফেসবুক পেজে জানানো হয়েছে, ভিভো ভি২০ এসই কামিং সুন। যদিও ফোনের স্পেসিফিকেশন বা অন্য কোনো তথ্য জানানো হয়নি।
টিপস্টার অভিষেক ইয়াদেব কিছুদিন আগে জানিয়েছিলেন এই ফোনটিকে এ মাসে লঞ্চ করা হবে। এর সাথে তিনি ফোনের কিছু স্পেসিফিকেশনও সামনে এনেছিলেন। এখন দেখার বিষয় ভিভো ভি২০ এসই কবে লঞ্চ হয়।
বেঞ্চমার্ক সাইট গিকবেঞ্চ থেকে এর আগে জানা গিয়েছিল, ভিভো ভি২০ এসই ফোনটিতে ‘ট্রিঙ্কেট’ কোডনেমের প্রসেসর থাকবে। কোয়ালকমের মিড রেঞ্জ প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৬৫ এর কোডনেম হচ্ছে ট্রিঙ্কেট। যেটি ১১ মিমি টেকনোলজির ওপর নির্মিত একটি অক্টাকোর চিপসেট। সিকিউসি থেকে জানা গেছে, ফোনটিতে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জের সুবিধা থাকবে।
আবার ভিভো ভি ২০ এসই ৮ জিবি র্যাম এবং অ্যানড্রয়েড লেটেস্ট ১০ অপারেটিং সিস্টেম সহ আসবে। ফোনটি গিকবেঞ্চে সিঙ্গল-কোর টেস্টে ৩১৬ পয়েন্ট এবং মাল্টি-স্কোর টেস্টে ১৩৭৭ পয়েন্ট পেয়েছিল। স্পেসিফিকেশন থেকে পরিষ্কার ফোনটি মিড রেঞ্জে লঞ্চ হবে।