প্লাটফর্মে পরিবর্তন আনতে গবেষণা টুইটারের

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 669 ভিউজ

বর্তমান বিশ্বে যে কোনও খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুল বা সঠিক কোনও বিচার বিবেচনা ছাড়াই মানুষ শেয়ার করছে বিভিন্ন তথ্য। ফলে বিভ্রান্তি ছড়ানোর পাশাপাশি বিশ্ব জুড়ে শোনা যাচ্ছে বেশ কিছু বিশৃঙ্খলার কথা। অনেকে আবার দায়ী করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমকে। আর সে কারণে নতুন একটি প্লাটফর্ম তৈরির কথা ভাবছে টুইটার। সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় নতুন একটি প্লাটফর্ম তৈরির জন্য একটি গবেষণা দলকে ফান্ড করছে টুইটার।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও তাদের সেকেলে চিন্তা ভাবনা ধরে রেখেছে। আর সে কারণে তথ্য বিভ্রান্তি বাড়ছে। আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিন্যাসের জন্য নতুন পদ্ধতি বের করার একটি গবেষণা প্রকল্প চালু করেছে টুইটার, যার ছদ্মনাম তারা রেখেছে ‘ব্লুস্কাই’।

টুইটার প্রধান জানান, মাধ্যমগুলোর তথ্য বিতরণ পদ্ধতিতে বড়োসড়ো পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, টুইটারকে ভিন্নমাত্রা দিতে চালু করা হয় প্রকল্পটি। পাঁচ সদস্যের এই গবেষণা দলে সফটওয়্যার নির্মাতা, প্রকৌশলী ও নকশাকার রয়েছেন। দলটির উদ্দেশ্য কেবল টুইটারের জন্য নয়, সব সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য একটি উন্মুক্ত ও বিকেন্দ্রিক মান খুঁজে বের করা। প্রকল্পটি সফল হলে টুইটারের বর্তমান পরিচালনা ব্যবস্থায় বড়ো পরিবর্তন আসবে। সেই সঙ্গে সব মাধ্যমের জন্য নতুন একটি পদ্ধতি উপস্থাপন করবে প্রতিষ্ঠানটি।

ব্লুস্কাই প্রকল্পে ই-মেইল যেভাবে কাজ করে সেভাবে সামাজিক যোগাযোগ ব্যবস্থার কার্যক্রমকে বিন্যাস করার কথা ভাবা হচ্ছে। ই-মেইল যেভাবে একজন ব্যবহারকারীর জন্য একটি উন্মুক্ত প্রটোকল হিসেবে কাজ করে। অর্থাৎ, প্রত্যেক ব্যবহারকারী তার নিজস্ব সেবার ধরণ তৈরি করতে পারে। তার ই-মেইলটি কীভাবে কাজ করবে সেটিও নির্ধারণ করতে পারে। একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমও প্রত্যেক ব্যবহারকারীর জন্য আলাদাভাবে কাজ করবে। ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে নিজের যোগাযোগ মাধ্যমকে সাজিয়ে নেবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর জন্য এমন একটি প্রটোকল তৈরি করতেই কাজ করবে ব্লুস্কাই।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন