নোকিয়া ৯.২ তে থাকবে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর ও ৫জি

কর্তৃক প্রযুক্তি সারাদিন
0 মন্তব্য 303 ভিউজ

ইতিমধ্যেই এইচএমডি গ্লোবাল তাদের প্রথম ৫জি ফোন নোকিয়া ৮.৩ ৫জি কিছুদিন আগে লঞ্চ করেছে। এরসাথে কোম্পানি নোকিয়া ৫.৩ এবং বাজেট ফোন নোকিয়া ১.৩ ও লঞ্চ করেছিল। নোকিয়া ৮.৩ ফোনটি কে কোম্পানি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ প্রসেসরের সাথে বাজারে নিয়ে এসেছে। এদিকে নতুন রিপোর্ট অনুযায়ী কোম্পানি স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরের সাথে নোকিয়া ৯.২ / নোকিয়া ৯.৩ লঞ্চ করতে পারে।

এইচএমডি গ্লোবাল নোকিয়া ৯.২ বা ৯.৩ এর উপর এখন কাজ করছে। ফোনটি কে এবছরের দ্বিতীয় কোয়ার্টারে লঞ্চ করা হত। তবে করোনা ভাইরাসের জেরে লঞ্চ ডেট পিছিয়ে দেওয়া হতে পারে। এদিকে নোকিয়া পাওয়ার ইউসার এর রিপোর্ট অনুযায়ী নোকিয়া ৯.২ / নোকিয়া ৯.৩ পিওরভিউ এবছরের শেষে হাতে পাওয়া যাবে।

নোকিয়া ৯.২ / নোকিয়া ৯.৩ সম্ভাব্য স্পেসিফিকেশন :

নোকিয়ার এই ফোনে ৬.২৯ ইঞ্চি QHD+ P-OLED ডিসপ্লে থাকতে পারে, যার রেজুলেশন ২কে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৬ প্রটেকশন থাকবে। এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে। ফোনটির বডি অ্যালুমিনিয়াম ও গ্লাস প্যানেল তৈরী হবে। নোকিয়া ৯.২/৯.৩ ফোনে ৬ জিবি/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ বিকল্প থাকতে পারে।

এদিকে ক্যামেরা ডিপার্টমেন্টে ফোনটির পিছনে কতগুলো সেন্সর থাকবে তা জানা যায়নি। যদিও এখানে Zeiss ফিচার ব্যবহার করা হয়। এই ফোনের সামনে ৩২ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে। কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ এখানে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে। ফোনটি ওপিএসবি টাইপ সি পোর্টের সাথে আসবে।

0 মন্তব্য
0

তুমিও পছন্দ করতে পার

মতামত দিন